নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এইডস রোগীদের চিকিৎসার জন্য দেশে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনর নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। আমাদের হাসপাতালগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামে সুসজ্জিত। তবে, এখনো এইডস রোগীদের চিকিৎসার জন্য আমাদের বিশেষায়িত হাসপাতাল নেই, তবে দেশে বিভিন্ন হাসপাতালে এইচআইভি পজেটিভ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ঢাকায় মহাখালী সংক্রামক ব্যধি নিরাময় হাসপাতাল (আইসিডিডিআরবি), সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে এইডস রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়াও দেশে আরো ৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে এইচআইভি ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।