News71.com
 Bangladesh
 20 Feb 16, 08:55 AM
 855           
 0
 20 Feb 16, 08:55 AM

রংপুরে শিশু গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে গৃহকর্তী ও তার স্বামী গ্রেফতার ।।

রংপুরে শিশু গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে গৃহকর্তী ও তার স্বামী গ্রেফতার ।।

নিউজ ডেস্ক : রংপুরে ১২ বছরের এক গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে গৃহকর্তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে । এ ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অগ্নিদগ্ধ অবস্থায় ওই শিশুটিকে প্রত্যন্ত গ্রামের এক বাসায় নিয়ে লুকিয়ে রাখেন গৃহকর্তী। গুরুতর আহত শিশুকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় রাতেই পুলিশ গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু পূর্ণিমা রায়। মানুষ দেখলেই আঁতকে চিৎকার করছে সে। শিশুটি জানালো, বাসার গৃহকর্তা প্রায়ই খারাপ ব্যবহার করতো এবং কু-প্রস্তাব দিত। আর এ কারণেই তার স্ত্রী শুক্রবার সকালে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি প্রকাশ না করার জন্য হাসপাতালে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ শিশুটির। চিকিৎসকরা জানিয়েছেন, পূর্ণিমার শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। তবে শিশুটি এখনও আশঙ্কামুক্ত নয়।

রমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্ট্রার এস. এইচ আজমল হোসেন বলেন, 'এখন পর্যন্ত রোগীটি মোটামুটি অবস্থায় আছে। কিন্তু সে কতোটা আশঙ্কামুক্ত হবে সেটি জানাতে আমাদের একটু সময় লাগবে।'

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইতোমধ্যেই ওই গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গত ১৫ দিন আগে চাকুরীজীবী খোকন রায়ের বাসায় কাজে যোগ দেয় শিশুটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন