নিউজ ডেস্ক :ময়মনসিংহের গৌরীপুর - কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম নামক সহানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফাতেমা বেগম (২২), শরিফুল ইসলাম (৩৫) এবং আরেক নারীর নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে কিশোরগঞ্জমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্হায় মারা গেছে আরও ২জন। এছাডাও এ দূর্ঘটনায় আহত ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।