News71.com
 Bangladesh
 21 Feb 16, 02:57 AM
 873           
 0
 21 Feb 16, 02:57 AM

ব্যাংকিং খাতে অপরাধিদের সাজা না হওয়ায় দিন দিন অপরাধ প্রবনতা বেড়েই চলেছে।।

ব্যাংকিং খাতে অপরাধিদের সাজা না হওয়ায় দিন দিন অপরাধ প্রবনতা বেড়েই চলেছে।।

নিউজ ডেস্ক : বার বার অপরাধ করে পার পেয়ে যাওয়ায় বার বার ঘটছে ব্যাংকিং খাতে অপরাধ । ব্যাংকিং খাতে ঘটে যাওয়া নানা অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় এ ধরণের ঘটনা ঘটেই চলেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যাংকাররা। গতকাল শনিবার রাজধানীতে নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা শীর্ষক এক মুক্ত আলোচনায় ব্যাংকাররা এসকল মন্তব্য করেন।

ব্যাংকিং ক্ষেত্রে ঝুঁকি মোকাবেলায় সবার আগে গ্রাহক ব্যাংকার এবং ব্যাংকের মালিক পক্ষের মধ্যে ব্যাপক সচেতনা সৃষ্টির তাগিদ দেয়া হয়। এসময় মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার নিরাপত্তা ও গ্রাহকদের তথ্য পাচারের মত অপরাধ প্রতিরোধে ব্যাংকাররা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

ব্যাংকিং খাতের আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে এর নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিরোধ গড়ে তুলতে পরিচালনা পর্ষদকে তাগিদ দেন বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন