News71.com
 Bangladesh
 21 Feb 16, 10:16 AM
 749           
 0
 21 Feb 16, 10:16 AM

রাজধানী ঢাকার পূর্ব জুরাইনে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে।

রাজধানী ঢাকার পূর্ব জুরাইনে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে।

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার পূর্ব জুরাইনে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী তাহমিনার মৃত্যু হয়। নিহত তাহমিনা আক্তার তার স্বামী বাদলের সাথে পূর্ব জুরাইনের নোয়াখালী পট্টিতে বসবাস করতেন। তাহমিনার স্বজনরা মৃত্যুর জন্য দায়ী করেছে বাদলকে, তার স্ত্রীর মৃত্যুর পর থেকে তার স্বামী বাদল পলাতক রয়েছেন।

পুলিশ পরিদর্শক মোজাম্মেল বলেন, “রোববার সকাল ১১টার দিকে তাহমিনাকে হাসপাতালে আনার পর ১টার দিকে তার মৃত্যু হয়। “তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যেখান থেকে রক্ত ঝরছিল। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে পেটানোর চিহ্ন ছিল।”

তাদের প্রতিবেশী নিকট জানা যাই, সকাল বেলায় তারা বাইরে গিয়েছিল। বাসায় ফিরে তাদের ঘরের দরজা খোলা ছিল ও তাহমিনা রক্তাক্ত অবস্তায় পরে ছিল।

তাহমিনার মা মরিয়ম বেগম এই ঘটনার জন্য তিনি বাদলকে দায়ী করলেও ঘটনার সঠিক কোন কারণ বলতে পারেনি। দেড় মাস আগে তাদের বিয়ে দিয়েছিল। বাদল জুরাইন এলাকার একটি সিএনজি পাম্পে চাকরি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন