নিউজ ডেস্ক : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে নিজ স্কুলে শহীদ মিনারে ফুল দিতে যাবার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে মেধাবী স্কুলছাত্র জামাদুল ইসলাম। তার বাড়ী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রজবালা মেঘপাড়া গ্রামে। পিতার নাম আনসোব আলী। সে তালগাছী মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে ফুল দেয়ার জন্য সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে তালগাছি বাজারে পৌঁছালে পিছন থেকে একটি নসিমন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্কুলছাত্র জামাদুল।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরে পরিবারের কাছে হস্তান্তর করে। এ দুর্ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।