নিউজ ডেস্ক : আরিফুল ইসলাম খোকা নামের ৮/৯ বছর বয়সী একটি শিশু পাওয়া গেছে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায়। শিশুটি তার বাবা-মার নাম ছাড়া আর কোনো বিস্তারিত ঠিকানা বলতে পারছে না। স্থানীয়রা তাকে পেয়ে বায়েজিদ বোস্তামি থানায় জানান। শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, আরিফুল ইসলাম খোকা নামের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার বাবার নাম মাহবুব এবং মায়ের নাম রোকেয়া বলে জানিয়েছে। এ ছাড়া তার বাবা ফটিকছড়ি মাইজভান্ডার এলাকায় সিএনজি অটোরিকশা চালায় বলে পুলিশকে জানিয়েছে। এর বাইরে শিশুটি তার বাসা বা বাড়ির কোনো ঠিকানা বলতে পারছে না। জানাতে পারছে না কোনো ফোন নম্বরও। শিশুটির প্রকৃত অভিভাবককে বায়েজিদ বোস্তামি থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন ওসি মোহাম্মদ মহসিন।