নিউজ ডেস্ক : ইংরেজি দৈনিক 'দ্য ডেইলি স্টার' সম্পাদক মাহফুজ আনাম ও বাংলা দৈনিক 'প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) । বাংলাদেশের মানহানি ও রাষ্ট্রদ্রোহ আইনটি আন্তর্জাতিক আইনের মানদণ্ড লঙ্ঘন করছে দাবী করে এগুলো বাতিলেরও দাবি জানিয়েছে নিউ ইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংগঠনটি। গত শনিবার এইচআরডব্লিউ'র ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশের শীর্ষ স্থানীয় পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার মধ্য দিয়ে পরিষ্কার যে, দেশের সব মিডিয়াকে ভীতি প্রদর্শন করাই উদ্দেশ্য।
তিনি বলেন, মানহানিকে অপরাধ হিসেবে গণ্য করা ঠিক নয়। কোনো পত্রিকা যদি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে কোনো ব্যক্তির সুনাম হানি করে, তাহলে দেওয়ানি আইনে মামলা করে তার প্রতিকার পাওয়াই হলো সঠিক পথ। তবে সে ক্ষেত্রেও সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
এইচআরডব্লিউ আরও অভিযোগ করে, দৈনিক 'আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ২০১৩ সাল থেকে 'বিনা বিচারে' আটকে রাখা হয়েছে।