News71.com
 Bangladesh
 22 Feb 16, 01:08 AM
 927           
 0
 22 Feb 16, 01:08 AM

দেবীগঞ্জে হিন্দু পুরোহিতকে গলাকেটে হত্যা ।। সহযোগী গুলিবিদ্ধ, জনমনে আতংক

দেবীগঞ্জে হিন্দু পুরোহিতকে গলাকেটে হত্যা ।। সহযোগী গুলিবিদ্ধ, জনমনে আতংক

পঞ্চগড় উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিরাম এলাকায় এক হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তদের এই নৃসংশ কাজে বাঁধা দিতে তার সহকর্মী গুলিবিদ্ধ হয়েছেন । ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার করতোয়া ব্রিজের পশ্চিম পাশে অভিরাম পাড়ায় সন্ত গৌররী মঠ মন্দির প্রাঙ্গনে । পুলিশ পুরোহিত শ্রী জগেশ্বর দাসাধিকারীর (৫৫) লাশ উদ্ধার করে।

নিহত পুরোহিতের শ্রী জগেশ্বর দাসাধিকারী (৫৫)। তিনি সোনাহারের মৃত: চন্দ্র মহন রায়ের ছেলে। গুলিবিদ্ধ আহত ব্যক্তির নাম গোপাল (৩৬)। তিনি অভিরাম পাড়ার ওমাকান্ত রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে দেবীগঞ্জ উপজেলার করতোয়া ব্রিজের পশ্চিম পাশে অভিরাম পাড়ায় সন্ত গৌররী মঠ মন্দিরে পুরোহিত জগেশ্বর দাসাধিীকারীকে গলা কেটে হত্যা করে এবং গোপাল এ কাজে বাঁধা দিয়ে চিৎকার করলে তাকে গুলি করে দুর্বৃত্তরা । পরে পালিয়ে যাওয়ার সময় ২ রাউন্ড গুলি ছোঁড়ে ও ককটেল বিস্ফরণ ঘটায় তারা। এতে ঘটনাস্হলেই পুরোহিত মারা যান ।এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় গোপালকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। একটি হিন্দু মন্দিরে এমন বর্বরোচিত ঘটনা জনমনে আতংক সৃষ্টি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন