News71.com
 Bangladesh
 22 Feb 16, 02:16 AM
 923           
 0
 22 Feb 16, 02:16 AM

ভাষাদিবসে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের স্মরণে ভাস্কর্য উদ্বোধন ।।

ভাষাদিবসে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের স্মরণে ভাস্কর্য উদ্বোধন ।।

নিউজ ডেস্ক : মহান মুক্তিযুদ্ধে নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনার জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে ‘প্রজন্ম শপথ’ নামে এ স্মারক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে ।

মহান শহীদ দিবসে গতকাল রোববার দুপুরে জেলার সকল মুক্তিযোদ্ধা,জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সুধী সমাজ ও সাংবাদিকদের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।

‘প্রজন্ম শপথ’ নামের এই ভাস্কর্যটির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ও দায়রা জজ সাদিক গোলাম সারোয়ার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল আমিন, সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, ও অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ প্রমূখ।

এ স্মারক ভাস্কর্যটি মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ সমরের শহীদত্রয়ী আবু সিদ্দিক আহম্মদ(সাত্তার), আব্দুল জব্বার (আবু খাঁ) ও রশিদের নামে উৎসর্গ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন