News71.com
 Bangladesh
 22 Feb 16, 04:09 AM
 908           
 0
 22 Feb 16, 04:09 AM

চাঞ্চল্যকর এটিএম জালিয়াতির মুল পান্ডা পোলিশ নাগরিক সহ গ্রেফতার ৪।।

চাঞ্চল্যকর এটিএম জালিয়াতির মুল পান্ডা পোলিশ নাগরিক সহ গ্রেফতার ৪।।

নিউজ ডেস্ক : রাজধানীতে ব্যাঙ্কের ডেবিট কার্ড জালিয়াতি চক্রের অন্যতম সদস্য পোলিশ নাগরিক সহ তিন বাংলাদেশী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। গতকাল রবিবার (২১/০২/২০১৬ খ্রি.) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট কার্ড জালিয়াতি চক্রের অন্যতম পান্ডাদের গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ(উত্তর) এর সাইবার অপরাধ প্রতিরোধ টীম। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম হচ্ছে ১। PIOTR SZCZEPAN MAZUREK, ২। মকসেদ আলম@মাকসুদ ৩। রেজাউল করিম@শাহিন ও ৪। রেফাজ আহমেদ@রনি।

এসময় পোল্যান্ডের নাগরিক  PIOTR SZCZEPAN MAZUREK এর হেফাজত হতে একটি পাসপোর্ট ও জার্মান নাগরিক মর্মে একটি জার্মান সরকার প্রদত্ত আইডি কার্ড জব্দ করা হয়েছে। জানাগেছে এটিএম কার্ড জালিয়াতির ঘটনার পর থেকে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ(উত্তর) এর সাইবার অপরাধ প্রতিরোধ টীম বেশ কয়েকদিন ধরে পরিচালিত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উক্ত চক্রের সন্ধান পায় ও উক্ত চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য সাইবার সংক্রান্ত এহেন অপরাধ বৃহৎ আকারে দেশের ইতিহাসে এটাই প্রথম। আধুনিক তথ্যপ্রযুক্তি এর অপব্যবহারের মাধ্যমে ব্যাঙ্কের এটিএম বুথের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে কার্ড স্কিমিং পদ্ধতিতে কার্ড এর তথ্য চুরি করে অবিকল কার্ড বানিয়ে জালিয়াতির অনন্য উদাহরন সৃষ্টি করেছে এই অপরাধী চক্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত PIOTR জানায় যে, তিনি মুলত জার্মান নাগরিক, কিন্তু অন্যের পাসপোর্ট চুরি করে Thomas থেকে PIOTR বনে যান এবং PIOTR নাম ধারন করে মিথ্যা পরিচয় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি আরো জানান যে, এহেন জালিয়াতির সাথে আন্তর্জাতিক চক্র জড়িত। পূর্ব ইউরোপ মুলতঃ রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেইন ও পোল্যান্ড ভিত্তিক এই আন্তর্জাতিক অপরাধ চক্র ইউরোপ সহ আফ্রিকা এশিয়ার বিভিন্ন দেশে তৎপর রয়েছে।

এক লন্ডন প্রবাসী বাংলাদেশীসহ একজন বুলগেরিয়ান নাগরিক ও একজন ইউক্রেনিয়ান নাগরিকদের নিয়ে গ্রেফতারকৃত PIOTR SZCZEPAN MAZUREK এই ঘটনার পুরো পরিকল্পনা করে। উপরিল্লিখিত তিন বাংলাদেশী কার্ড স্ক্যাম এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং তারা সিটি ব্যাঙ্কের কর্মকর্তা। উল্লেখ্য যে, গত ৭/৮ তারিখে UCBL, City Bank ও Eastern Bank এর ATM বুথ থেকে জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের টাকা এই জালিয়াত চক্র হাতিয়ে নেয়।

নব গঠিত Counter Terrorism and Transnational Crimes বিভাগের অতিঃ পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম এর সার্বিক নির্দেশনায় গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাজাহান পিপিএম এর সার্বিক নেতৃত্বে সাইবার ক্রাইম প্রতিরোধ টীমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলামকে সাথে নিয়ে অভিযানটি পরিচালনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন