নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ডোবা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে কালামপুর এলাকার গজারী বনের পাশে এক ডোবা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানা সুত্রে জানাযায় সকালে ওই এলাকার লোকজন ডোবার মধ্যে মোটরসাইকেলটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো রঙের পালসার মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করে।দীর্ঘদিন মোটরসাইকেলটি পানিতে ডুবে থাকায় অকেজো হয়ে গেছে। ধারনা করা হচ্ছে মোটরসাইকেলটি চুরির পর চোরচক্র এটি ফেলে রেখে গেছে। গত মাসে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলসহ প্রায় ১৫-১৬টি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটে।