News71.com
 Bangladesh
 22 Feb 16, 04:44 AM
 851           
 0
 22 Feb 16, 04:44 AM

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু ।।

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু ।।

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সোহেল রানা (২৮) মারা গেছেন।রানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করেছে। আজ সোমবার ভোরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। সোহেল রানা সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যানী গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

জালাগেছে রবিবার সকালে কল্যানী পশ্চিমপাড়া গ্রামের প্রতিবেশী বাবলু শেখের গরু সোহেল রানাদের লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে সোহেল রানাসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে সোহেল রানার অবস্থার অবনতি হলে গতকাল রোববার বিকেলে তাকে বগুড়া মেডিকেল মোহাম্মদ আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার ভোরে সোহেল রানা মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সেলিম সহ বেশ কয় জনের বাড়ি ভাঙচুর করেছে। এদিকে, রাতেই সদর থানায় সোহেল রানার চাচা মোকাদ্দেস আলী বাদী হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন