News71.com
 Bangladesh
 22 Feb 16, 06:09 AM
 921           
 0
 22 Feb 16, 06:09 AM

নিজ স্ত্রী ও পুত্রের হাতে সৌদি প্রবাসি জাহের খুন।।

নিজ স্ত্রী ও পুত্রের হাতে সৌদি প্রবাসি জাহের খুন।।

নিউজ ডেস্ক : রবিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রী ও ছেলের হাতে সৌদি আরব প্রবাসী জাহের খুন হয়েছে। রাত ১১ টায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে স্ত্রী রেহানা বেগম ও ছেলে হান্নানকে আটক করেছে পুলিশ। রাত ১১ টায় লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত জাহের এর ছোট ভাই কবির জানান, নিহিত জাহের সৌদি আরব থেকে দেশে এসেছে ২ মাস আগে। বাড়ি আসার পর তার পাঠানো টাকার হিসেব ও তার স্ত্রীর পরকীয়া প্রেমের কথা জেনে যাওয়াই রেহানাকে মারধর করে। এর পরেই নিহিত জাহেরকে খুঁজে না পাওয়াই বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারন ডায়েরি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাধারণ জিজ্ঞাসাবাদে মা রেহানা বেগম ও ছেলে হান্নান হত্যার বিষয়টি স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের খালের কাদা মাটির নীচ থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে অর্ধগলিত দেহ থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন