News71.com
 Bangladesh
 22 Feb 16, 06:37 AM
 880           
 0
 22 Feb 16, 06:37 AM

মেহেরপুরে ভারতীয় কাপড় সহ দুইজন আটক ।।

মেহেরপুরে ভারতীয় কাপড় সহ দুইজন আটক ।।

নিউজ ডেস্কঃ রবিবার সকালে মেহেরপুরের নুরপুর নামক স্থান থেকে ভারতীয় কাপড় সহ দুজনকে আটক করেছে পুলিশ। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর আইসি ক্যাম্পের এস আই আনিছের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।। অ

ভিযানে আটক হয় ভারতীয় কাপড় সহ ট্রাকের চালক মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে স্বপন হোসেন এবং একই গাড়ির হেলপার বল্লবপুর গ্রামের আখের আলীর ছেলে রিফুলকে।

মেহেরপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুর-মহাজনপুর সড়কের নুরপুরে পুলিশের একটি টিম থাকে । এসময় মিনি ট্রাককে (ঢাকা মেট্রো ন-১৮-১৮১৭ ) থামিয়ে তল্লাশী করে ৭৪০ পিচ ভারতীয় কপড় উদ্ধার করা হয়। থ্রিপিচ, শাড়ী ও লেহেঙ্গা রয়েছে যার আনুমানিক আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন