News71.com
 Bangladesh
 22 Feb 16, 08:48 AM
 1136           
 0
 22 Feb 16, 08:48 AM

৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী ।।

৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্ক : অবশেষে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সন্মেলনের পর দীর্ঘ সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে বিলম্ব হচ্ছিল । এ দিয়ে প্রচন্ড হতাশা কাজ করছিল নেতা কর্মীদের মধ্যে। ছাত্রলীগ নেতাদের প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ সংগঠনের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামিলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে এ কমিটি অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, আজ সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখানে তারা এই কমিটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন। সূত্রটি জানিয়েছে, পুর্ণাঙ্গ এ কমিটি হচ্ছে ৩০১ সদস্য বিশিষ্ট। যদিও ছাত্রলীগের গঠনতন্ত্রে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির কথা রয়েছে। দলের ত্যাগি নেতা কর্মীদের জায়গা করে দেওয়ার জন্য কমিটির পরিসর একটু বাড়ানো হয়েছে। রাত ৮টার দিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও সূত্রটি জানিয়েছে। এবারের কমিটিতে ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ত্যাগী ছাত্রলীগ নেতাদের রাখা হতে পারে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন জানিয়েছেন আজকে রাতেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। উল্লেখ্য গত বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের বয়স ৭ মাস হতে চলল

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন