News71.com
 Bangladesh
 22 Feb 16, 09:41 AM
 971           
 0
 22 Feb 16, 09:41 AM

পাথরঘাটায় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

পাথরঘাটায় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় শাপলা ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ক্লিনিকের ডাক্তার,মালিক পক্ষ সহ সকাল থেকে পলাতক রয়েছে। ক্লিনিকে ভর্তি হওয়া অন্যান্য রেগীদের এখন আয়া চিকিৎসা সেবা চালাচ্ছে। গতকাল সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। মৃত রোগী তাসলিমা আক্তার (৪৫) পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডে বাসিন্দা ইউসুব হাওলাদারের স্ত্রী।

ইউসুব মিয়া জানান, তার স্ত্রী দীর্ঘ দিন ধরে জরায়ুতে টিউমার নিয়ে রোগে ভুগছিলেন। পরে অর্থ সংকটের কারনে পাথরঘাটা শাপলা ক্লিনিকে ডাক্তার নিরুপম মন্ডলের কাছে চিকিৎসা নেয়। তিনি গত শুক্রবার (১৯/০২/১৬) বেলা ১টার সময় জরায়ুর টিউমার অপারেশন করে। পরে রোগীর অপারেশন করার পর আর জ্ঞান না ফেরায় শনিবার সকালে তাকে ক্লিনিক থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল করেজ হাসপাতারে রেফার করা হয়। সেখানে রোগীকে ভর্তি করার পর লাইফ সাপোর্ট দেয়া হয়। পরে সোমবার সকাল ৯টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে ইউসু হোসেন জানান, রোগীর গ্যাষ্টিক আলসার থাকায় তাকে হায়য়ার এন্টিবায়েটিক ইনজেকশন করায় রোগী মারা গেছে।

এব্যাপারে শাপলা ক্লিনিকের ডাক্তার নিরুপম মন্ডলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ রয়েছে। তবে মালিক পক্ষের অংশিদার নুর আলম কাজির সাথে ফোনে কথা হলে তিনি জানান, রোগীর ভাল মন্দ দেখার দায়ীত্ব ডাক্তারের সে কি করছে তা আমরা বলতে পারবো না। তবে ক্লিনিকের প্রতিবেশী পরিবারের লোকজন জানিয়েছেন ওই ক্লিনিকে হাতুড়ি ডাক্তারের চিকিৎসায় এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। পরে টাকা দিয়ে মিল মিমাংসা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন