মেহেরপুর প্রতিনিধি: খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেছেন, দুয়েকটি বিছিন্ন ঘটনার জন্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ডিআইজি গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগীয় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন পুলিশ সদস্যদের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে এসএম মনিরুজ্জামান বলেন, পুলিশ সদস্যদেরও অন্যান্য মানুষের মত সামাজিক জীবন রয়েছে। পুলিশের কেউ যদি বিপথে পরিচালিত হয় বা অন্যায় কার্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে সমাজের অন্যান্য অপরাধীদের মতই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক একরামুল হাবীব, র্যাব-৬ খুলনার অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম, খুলনা পুলিশ সুপার হাবিবুর রহমান, যশোর পুলিশ সুপার আনিসুর রহমান, সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন, মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান, আরআরএফ খুলনা কমান্ড্যান্ট আলী আহম্মদ খান ও রেঞ্জ অফিসের স্টাফ অফিসার একেএইচ জাহাঙ্গীর হোসেন।
এর আগে ডিআইজি এস এম মনিরুজ্জামান মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের নব নির্মিত প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।