নিউজ ডেস্ক : পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিত হত্যার ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার বিকালে বাংলা একাডেমিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন সরাষ্ট্রমন্ত্রী । এসময় তিনি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশব্যাপী রাষ্ট্র বিরোধীরা গভীর ষড়যন্ত্র চালাচ্ছে । তারা সম্ভবনাময় বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করছে ।আমাদের গোয়েন্দারা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা সজাগ আছে। আমরা এগুলো সঠিকভাবে উন্মোচন করব। আমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, শিয়া, সুন্নি এগুলোর কোন ভেদাভেদ নেই। কাজেই হিন্দু বলেই তাকে হত্যা করেছে এ ধরণের কোন কিছু নেই।’