News71.com
 Bangladesh
 23 Feb 16, 02:01 AM
 878           
 0
 23 Feb 16, 02:01 AM

পোশাকশিল্পের করপোরেট ট্যাক্স শিগগির কমবে : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ

পোশাকশিল্পের করপোরেট ট্যাক্স শিগগির কমবে : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের করপোরেট ট্যাক্স কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগির তা বাস্তবায়ন করা হবে । তিনি গতকাল সোমবার সন্ধ্যায় বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আয়োজিত সদ্য বিলুপ্ত ছিটমহলের ২৯ নতুন বাংলাদেশি নাগরিককে প্রশিক্ষণ সনদ-ভাতা ও চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য বর্তমানে পোশাক খাতে করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ নির্ধারিত আছে। এর আগে এর হার ছিল ১০ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে তা বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়। তৈরি পোশাক শিল্পমালিকরা এই ট্যাক্স কমিয়ে পুনর্নির্ধারণ (১০ শতাংশ) করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। আর এর পরিপ্রেক্ষিতে ট্যাক্স কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা শিগগির বাস্তবায়ন করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় বিলুপ্ত ছিটমহলের ২৯ জন সনদপ্রাপ্তকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী মাহফুজা ও মাবিয়াকে বিজিএমইএর পক্ষ থেকে সংবর্ধনা ও এক লাখ টাকার চেক দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়িক উন্নয়নে বাধা সৃষ্টি করে। রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর রপ্তানির আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। তাই আমাদের অর্জন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোফায়েল আহমেদ বলেন, ‘জিএসপি সুবিধা খর্ব করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্য রপ্তানি ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এবার রপ্তানি ছয় মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।’

অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, সিইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক আবদুল রউফ তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন