নিউজ ডেস্ক : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুই বেয়াই নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
নিহতরা হলেন ঘনিরামপুর গ্রামের আফছার আলী (৬০) ও তার বেয়াই একাব্বর আলী (৪৫)।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সোমবার রাত পৌনে ৮টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বেলতলী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে গতকাল সন্ধ্যা ৬টার দিকে দুই বেয়াই বাড়ির অদূরে বেলতলী বাজারে চা খেতে যান। পরে রাস্তা পার হয়ে বাড়ি ফেরার পথে সৈয়দপুরমুখী একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।”
দুর্ঘটনার পর বাসচালকের গ্রেপ্তার দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-দিনাজপুর মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে । নিহত একাব্বর আলীর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামে।