News71.com
 Bangladesh
 23 Feb 16, 10:33 AM
 995           
 0
 23 Feb 16, 10:33 AM

১০ ককটেলসহ নওগাঁয় ৫ জন আটক ।। মামলার প্রস্তুতি

১০ ককটেলসহ নওগাঁয় ৫ জন আটক ।। মামলার প্রস্তুতি

নিউজ ডেস্ক : নওগাঁর পত্নীতলায় ১০টি ককটেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় কাঞ্চনদিঘি গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানাগেছে ।

আটককৃতরা হলেন পত্মীতলা উপজেলার নান্দাশ গ্রামের মোতারফ হোসেনের ছেলে সুমন হোসেন (১৮), নাদোর গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (১৯), বহবরপুর গ্রামের উদয় চন্দ্র হালদারের ছেলে উৎপল কুমার হালদার (১৯) হরিরামপুর গ্রামের নবির রহমানের ছেলে মাহবুব আলম (১৭) এবং ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের ইসতাজুল ইসলামের ছেলে সাজিদ হাসান (১৭)।

পুলিশ জানাত সোমবার বিকেলে ওই যুবকরা ককটেলসহ এলাকার একটি বিরোধপূর্ণ পুকুরে দায়ের জোরে মাছ ধরতে যান। এসময় তাদের হাতেনাতে আটক করা হয় । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন