News71.com
 Bangladesh
 23 Feb 16, 07:54 AM
 885           
 0
 23 Feb 16, 07:54 AM

প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত ভারতের বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ।।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত ভারতের বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ।।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান মার্শাল অরূপ রাহা এবং তার স্ত্রী লিলি রাহা আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। তেজগাঁও এর প্রধানমন্ত্রী কার্যালয়ে আজ মঙ্গলবার এ সাক্ষাতকারটি অনুষ্ঠিত হয় ।
 
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে ভারতীয় বিমান বাহিনীর প্রধান অর্থনীতি, যোগাযোগ এবং দুই দেশের বিমানবাহিনীসহ বিভিন্ন খাতে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশগুলোর উন্নয়নের জন্য দেশগুলোর মধ্যে আরো অর্থনৈতিক কার্যক্রম জোরদারে বিবিআইএন উদ্যোগ ও বিসিআইএম অর্থনৈতিক করিডোরের মতো গৃহীত আঞ্চলিক সহযোগিতা প্রচেষ্টার কথা তুলে ধরেন।
 
এছাড়াও তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকালে ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতা ও ত্যাগের কথা স্মরণ করেন। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ডের পর ভারতে তাঁর ৬ বছর প্রবাস জীবনের কথা স্মরণ করেন।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন