News71.com
 Bangladesh
 23 Feb 16, 08:06 AM
 950           
 0
 23 Feb 16, 08:06 AM

একুশ শতকের চ্যালঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে ।। রাষ্ট্রপতি আব্দুল হামিদ

একুশ শতকের চ্যালঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে ।। রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিউজ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার্থীদেরকে দেশের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে তাদেরকে দেশের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা দেশের ভবিষ্যৎ। ভবিষ্যতে তোমরা বাংলাদেশ নির্মাণের স্থপতি হবে। তাই দেশের কল্যাণে তোমাদের অবশ্যই নিষ্ঠাবান হতে হবে এবং অবশ্যই সততার সঙ্গে কাজ করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, "ছাত্রদের প্রধান লক্ষ্যই হওয়া উচিত দেশ তথা জাতির সেবা করা। কোন লোভ বা অসৎ স্বার্থ তোমাদের কোমল মনকে যাতে কলুষিত করতে না পারে সে ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে এবং শিক্ষকদেরকে এ ব্যাপারে অবশ্যই যথাযথ মনোযোগ দিতে হবে।"

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, একুশ শতক অতীতের যেকোন সময়ের চেয়ে বেশী প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং। তিনি বলেন, ‘এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে এগুতে হবে । তিনি বলেন, দেশের সম্পদ সীমিত। এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।

রাষ্ট্রপতি এ অঞ্চলে শিক্ষা বিস্তারে ধনবাড়ি ইনস্টিটিউশনের অবদান স্মরণ করেন এবং ভবিষ্যতে শিক্ষার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে এই ইনস্টিটিউশন তাদের ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।

এতে অন্যান্যের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক এবং রফিকুল ইসলাম বাবুল বক্তৃতা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন