News71.com
 Bangladesh
 23 Feb 16, 09:36 AM
 932           
 0
 23 Feb 16, 09:36 AM

পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ।।

পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ।।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকবাটিতে পাটজাত দ্রব্য ব্যবহার না করার দায়ে আব্দুল্লাহ রাইস মিল মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার আব্দুল্লাহ রাইস মিলে চটের ব্যাগ ব্যবহার হয় না এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান আব্দুল্লাহ রাইস মিলে চালায়। এ সময় অভিযোগের সত্যতা মিললে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমান দেয় অনাদায়ে বিনাশ্রম ৬ মাসের কারাদণ্ড দেয়। 

তবে মিল মালিককে জেলে যেতে হয়নি। আদালত সূত্র জানাযায় ভ্রাম্যমাণ আদালতের এই দন্ডাদেশ মেনে তাৎক্ষনিক ৫০ হাজার নগদ টাকা জরিমানা প্রদান করা হলে মিল মালিক আব্দুল্লাহকে ছেড়ে দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন