News71.com
 Bangladesh
 23 Feb 16, 09:45 AM
 852           
 0
 23 Feb 16, 09:45 AM

সরকারি কলেজ শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি ।।

সরকারি কলেজ শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি ।।

নিউজ ডেস্ক : সরকারি কলেজ শিক্ষকদের দাবি মেনে তাদের বেতন বৈশম্য দুর করার উদ্যোগ নিয়েছে সরকার । সম্প্রতি সরকারি কলেজের শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করছে। ফলে খুব শীঘ্রই কলেজ শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হবে বলে মনে করে মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এ কথা জানা যায়। বৈঠকে শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন বলেন, উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে কাজ করছে। তবে কবে সমাধান হবে সেটা আমাদের জানা নেই। আমি কমিটির কেউ না, তাই কবে মিটিং হবে, কতদিনে সমাধান হবে তার সময়সীমা আমার জানা নেই।

 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে পাঠদান কর্মসূচির জন্য প্রণীত সিলেবাস অনুযায়ী শিক্ষকরা কিভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনা করেন সে বিষয়ে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন