নিউজ ডেস্ক : দেশের সর্বত্র সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেটে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।একইসঙ্গে গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করারও অনুরোধ জানানো হয়। সম্প্রতি এক চিঠির মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উচ্চ আদালতের একটি রিটের আদেশের উদ্ধৃতি দিয়ে ওই চিঠিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশন মামলায় দেওয়া আদেশে দেশের সর্বত্র সকল সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর-প্লেট, সকল দপ্তরের নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠিতে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা এলাকায় সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানারে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার বিভাগের প্রতি অনুরোধ করা হয়।