News71.com
 Bangladesh
 24 Feb 16, 01:58 AM
 1068           
 0
 24 Feb 16, 01:58 AM

বাগেরহাটের ১৯ ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রাথী : আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নেই ।।

বাগেরহাটের ১৯ ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রাথী : আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নেই ।।

বাগেরহাট সংবাদদাতা :  আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাটের ৭৪টি ইউনিয়নের মধ্যে ১৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ফলে এসব ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন। আর এটা এখন সময়ের ব্যাপার ।

বাগেরহাট জেলা নির্বাচন অফিস সূত্র জানাগেছে জেলার ৯টি উপজেলায় ইউনিয়ন রয়েছে ৭৫টি। এরমধ্যে আগামী ২২ মার্চ প্রথম দফায় ৭৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি জটিলতার কারনে বাকি একটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না ।

এবারের নির্বাচনে বাগেরহাট জেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী ২১৫ জন। এদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৮টি দলের প্রার্থী ১৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৮২ জন। আর এর মধ্যে ১৯টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেবল একজন করে। তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী।

সূত্র জানায়, সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৫টিতে, চিতলমারীর ৭টি ইউনিয়নের ৫টিতে, মোল্লাহাটের ৭টি ইউনিয়নের মধ্যে গাংনী ইউপিতে নির্বাচন হচ্ছে না, বাকি ৬টির ৪টিতে, ফকিরহাটের ৮টি ইউনিয়নের ২টিতে, রামপালের ১০টি ইউনিয়নের ১টিতে, মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়নের ১টিতে এবং মংলা উপজেলার ৬টি ইউনিয়নের ১টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন