News71.com
 Bangladesh
 24 Feb 16, 02:50 AM
 938           
 0
 24 Feb 16, 02:50 AM

সাত দফা দাবি আদায়ে রাজধানিতে সিএনজি অটোরিকসা চালকদের মানববন্ধন ।।।

সাত দফা দাবি আদায়ে রাজধানিতে সিএনজি অটোরিকসা চালকদের মানববন্ধন ।।।

নিউজ ডেস্কঃ মিটার ছাড়া সব সিএনজি অটোরিকশা রাস্তায় চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজধানী ঢাকার সিএনজি অটোরিকশা চালকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার ইউনিয়ন (সিএনজি) এ মানববন্ধনের আয়োজন করে তারা।

মানববন্ধনের দাবিগুলো হলো-
(১) কথায় কথায় গাড়ি রেকারিং বা ডাম্পিং করা যাবে না
(২) অবিলম্বে চালকদের জেল থেকে মুক্তি দিতে হবে
(৩) চালকদের মধ্যে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা নিঃশর্তভাবে বিতরণ করতে হবে
(৪) জমার বিষয়ে পুনরায় বিবেচনা করা
(৫) মিটার ছাড়া সিএনজি রাস্তায় চলাচল বন্ধ করা
(৬) সিএনজির ইকোনোমিক লাইফ বাড়িয়ে ৬শ টাকা জমা করা।

মানববন্ধনে সিএনজি অটোরিকশা চালক সংগঠনটির সভাপতি রফিকুল ইমলাম রফিক বলেন, ট্রাফিক আইন না মেনে সার্জেন্ট পুলিশ তাদের ইচ্ছে মত রেকারিং ও ডাম্পিং করে। নানান অজুহাতে চালকদের দোষী করে জেলে দেওয়া হচ্ছে। চালকের সাথে এসব বন্ধের দাবিতে মানববন্ধনের ম্যাধমে জানাচ্ছি। অন্যদিকে রাজধানীতে চলাচল অনুমোদন বিহীন নারায়ণগঞ্জ গাজীপুর থেকে আসা ভাড়ায়চালিত সিএনজি অটোরিকশা রাজধানীতে দেখা যায় প্রতিনিয়ত। এসবও বন্ধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন