News71.com
 Bangladesh
 24 Feb 16, 02:51 AM
 1113           
 0
 24 Feb 16, 02:51 AM

পটুয়াখালিতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ।।

পটুয়াখালিতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালির কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়নে মন্নান গাজীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে পূর্ব-আলীপুর কোল্ডস্টোর সংলগ্ন সড়কের পাশ থেকে নিহিত মন্নান গাজীর উদ্ধার করে পুলিশ। মৃত মন্নান গাজী বাড়ি লতাচাপলী ইউনিয়নে মাইটভাঙা গ্রামে। তিনি স্থানীয় আলিপুর বাজারের পেট্রোলের ব্যবসা করতেন।

মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মরদেহটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ব্যবসায়ী মন্নান গাজীর রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন