নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন একটি ভাঙারির দোকানে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে তিনজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই আগুন লাগে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়।
আগুনে মারা যাওয়া ব্যক্তির নাম মো. আমজাদ (৩০)। দগ্ধ তিনজন হলেন মেহেদী (১৮), সোহাগ (১৯) ও ইয়াসিন (২২)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থল যায়। পরে আগুন নেভানো হয়। এ সময় দোকান থেকে দগ্ধ কয়েকজনকে বের করে আনা হয়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। দগ্ধ ব্যক্তিরা দোকানের ভেতরে ঘুমাচ্ছিলেন।