নিউজ ডেস্ক : বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের হরতালের ডাক দেয়া হয়েছে। আজ সন্ধ্যায় ৭টার দিকে বরগুনা চেম্বার অব কমার্সের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বরগুনার ব্যবসায়ী নেতারা বলেছেন এই হামলার সঙ্গে জড়িতদের আটক করা না হওয়া পর্যন্ত বরগুনা শহরে হরতাল চলবে। বন্ধ রাখা হবে সব ধরণের যানবাহন ও ব্যাবসা প্রতিষ্ঠান।