News71.com
 Bangladesh
 24 Feb 16, 05:48 AM
 1072           
 0
 24 Feb 16, 05:48 AM

মনোনয়ন জমা দিতে পারেনি বিএনপির ৮৩ প্রার্থী ।। বিএনপি নেতা রিজভী

মনোনয়ন জমা দিতে পারেনি বিএনপির ৮৩ প্রার্থী ।। বিএনপি নেতা রিজভী

 

নিউজ ডেস্ক : সরকার ও সরকারি দলের বাধার কারণেই বিএনপি মনোনীত ৮৩ প্রার্থী মনোয়নপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ দলটির। আজ বুধবার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, ‘সরকার ও সরকারি দলের বাধায় বিএনপির ৮৩ প্রার্থী নোমিনেশন পেপার জমা দিতে পারেনি।  ইউপি নির্বাচনকে ঘিরে যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলো তার জন্য দায়ী নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের কারণেই জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নাই। জনগণের ভোট প্রদানের অধিকার বিলুপ্ত করে সরকারের একচেটিয়াত্ব প্রতিষ্ঠার সহযোগী হিসেবে নির্বাচন কমিশন কাজ করছে।’

তিনি বলেন, ‘নিবাচনকালীন পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের কর্তৃত্বেই থাকে, কিন্তু তারপরও প্রশাসন ও পুলিশের সহায়তায় কী করে লীগ ক্যাডাররা নির্বাচনকে ঘিরে বাধা সৃষ্টি ও তাণ্ডব চালাতে পারে? নির্বাচন কমিশন কি স্বাধীন সাংবিধানিক সংস্থা নাকি গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সুধা সদনের এক্সটেনশন ভবনের ভূমিকা পালন করছে? আর এই কারণেই গণতন্ত্রে যে সামাজিক-রাজনৈতিক ভারসাম্য তৈরি হয় সেটি বিনষ্ট হওয়ায় এক কঠোর কর্তৃত্ববাদী দুঃশাসনের বিষাক্ত ছোবল দেশবাসীকে সহ্য করতে হচ্ছে।’

রিজভী বলেন, ‘৭৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। কলঙ্কিত প্রহসনের ৫ জানুয়ারি ২০১৪ এর একতরফা নির্বাচনের যে মডেল খাড়া করেছে বর্তমান ভোটারবিহীন সরকার এবং তার দোসর নির্বাচন কমিশন পরবর্তীতে তারা প্রতিটি নির্বাচনে সেই মডেলটি অত্যন্ত নিখুঁতভাবে অনুসরণ করে যাচ্ছে। এই ইউপি নির্বাচনেও যে ভোট ডাকাতিসহ আওয়ামী লীগ ক্যাডার ও পুলিশের যৌথ তাণ্ডব দৃশ্যমান হবে তার সকল আলামত শুরু হয়ে গেছে এখন থেকেই।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক  আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন