নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
আজ বুধবার রাত ৮ টায় পাটখাগুড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহিত চালকের পরিচয় পাওয়া যাইনি। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের তাক্ষনিক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাসাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল আহম্মেদ জানান, ঢাকা থেকে টাঙ্গাইলের পথে বাস যাচ্ছিল তখন বিপরীমুখী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন।