নিউজ ডেস্ক : কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে পদত্যাগ করেছেন। জানাগেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মানতে পেরে তিনি একাজ করেছেন।
গতকাল নয়ারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস, এম নওশাদ আলী সরকার পারিবারিক ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ আওয়ামীলীগ নয়াহারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে বলা হয়, পারিবারিক ও ব্যক্তিগত কারণে দলীয় কর্মকান্ডে সময় দিতে না পারায় বাংলাদেশ আওয়ামীলীগ নয়ারহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতিসহ সদস্যপদ থেকে পদত্যাগ