নিউজ ডেস্ক : আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫১তম বিশ্ব ইজতেমার । সকাল ১১টায় সারা বিশ্বের ইসলামী উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ। মোনাজাতে লাখে ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।
মোনাজাতে যে কোনো ধরনের নাশকতার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃংখলা বাহিনী।