নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় ছুরির আঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দনিয়া কবরস্থানের কাছাকাছি এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ রানাকে ছুরি আঘাত করে ফেলে রেখে যায় স্থানীয় সন্ত্রাসীরা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত দুর্বৃত্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে চেষ্টা অবহৃত আছে।
নিহতের পরিবার অভিযোগ করে, নিহিত মাসুদের ছোট ভাইকে তারা আগে মারধর করেছিল, পরে নিহিত মাসুদ কি কারণে মারধর করেছে জানতে চাইলে মাসুদকে এলোপাথাড়ি ভাবে ছুরি ও চাপাতি দিয়ে শরীরে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মাসুদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।