News71.com
 Bangladesh
 26 Feb 16, 12:36 PM
 848           
 0
 26 Feb 16, 12:36 PM

৫৭টি গ্যাস কূপ খনন ও অনুসন্ধানের পরিকল্পনা করেছে সরকার ।। প্রতিদিন অতিরিক্ত এক হাজার ২৪০ ঘণফুট গ্যাস উৎপাদন লক্ষ্যমাত্রা

৫৭টি গ্যাস কূপ খনন ও অনুসন্ধানের পরিকল্পনা করেছে সরকার ।। প্রতিদিন অতিরিক্ত এক হাজার ২৪০ ঘণফুট গ্যাস উৎপাদন লক্ষ্যমাত্রা

নিউজ ডেস্ক : বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে আগামী ২০২১ সালের মধ্যে ৫৭টি নতুন অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এরইমধ্যে ৪৩টি উন্নয়ন কূপ খনন এবং ২০টি কূপের ওয়ার্কওভার করারও পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হলে এসব কূপ থেকে আনুমানিক দৈনিক এক হাজার ৭৮ থেকে এক হাজার ২৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী ।

আজ বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদে নবম অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘গ্যাসের মজুদ বৃদ্ধির জন্য অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। অনুসন্ধান কার্যক্রমের জন্য সাস্প্রতিক সময়ে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সকে অতীতের যেকোনো সময়ের চেয়ে কারিগরিভাবে অধিকতর শক্তিশালী করা হয়েছে ।

নতুন গ্যাস স্ট্রাকচার চিহ্নিতকরণের জন্য বাপেক্স কর্তৃপক্ষ দেশের বিভিন্ন এলাকায় ২-ডি সাইসমিক সার্ভে কার্যক্রম, বিদ্যমান গ্যাস ক্ষেত্রের মজুদ পুনর্মূল্যায়নের জন্য ৩-ডি সাইসমিক সার্ভে কার্যক্রম এবং তেল/গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে অনুসন্ধান কূপ খনন কার্যক্রম চলমান রয়েছে বলেও মন্ত্রী জানান।

মন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘চট্টগ্রামে গ্যাসের দৈনিক চাহিদার বিপরীতে সরবরাহ ঘাটতি আছে। দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ ২৩৫ থেকে ২৪৫ মিলিয়ন ঘনফুট।’ তবে আগামী ২০১৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে চট্টগ্রাম অঞ্চলে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জ্বালানিমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন