News71.com
 Bangladesh
 26 Feb 16, 03:16 AM
 1034           
 0
 26 Feb 16, 03:16 AM

বিএনপির বক্তব্য অযৌক্তিক ও বিভ্রান্তিকর : নৌমন্ত্রী শাজাহান খান

বিএনপির বক্তব্য অযৌক্তিক ও বিভ্রান্তিকর : নৌমন্ত্রী শাজাহান খান

নিউজ ডেস্ক : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষকে ভয় পায় বলেই বিএনপি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে অযৌক্তিক ও বিভ্রান্তিকর নানা বক্তব্য দিচ্ছে। মনোনয়নপত্র জমাদানে বাধা প্রসঙ্গে বিএনপির অভিযোগ সত্য নয় বলে উল্লেখ করে তিনি বলেন, ''বিগত দিনে বিএনপি-জামায়াত পেট্টোল বোমা মেরে এবং কুপিয়ে যেভাবে মানুষ মেরেছে,তাতে জনগণের কাছে যেতে তারা এখন ভয় পায়। এ জন্য নির্বাচনের মাঠে নামতেও তারা ভয় পাচ্ছে।''এবং আগে থেকেই বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চাইছে।

নৌমন্ত্রী আজ শুক্রবার সকালে মাদারীপুরে চরমুগরিয়া মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। নৌমন্ত্রী শাহজাহান খান বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন , "সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।"

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, ডা. রেজাউল করিম সহ সহানীয় গন্যমান্যরা এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন