News71.com
 Bangladesh
 26 Feb 16, 04:52 AM
 913           
 0
 26 Feb 16, 04:52 AM

দিনাজপুরে পোষা ছাগল বাঁচাতে গিয়ে পুড়ে মরল গৃহবধূ রূপিয়া ।।

দিনাজপুরে পোষা ছাগল বাঁচাতে গিয়ে পুড়ে মরল গৃহবধূ রূপিয়া ।।

নিউজ ডেস্ক : গোয়ালঘরে আগুন লাগার পর নিজের পোষা দুটি প্রিয় ছাগলছানা বাঁচাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতরাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এলাকায়।

জানাগেছে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম রূপিয়া বেগম (৩৩)। তার স্বামী সিরাজুল ইসলাম ঢাকায় একটি কারখানার শ্রমিক।

স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান রূপিয়া রাতে মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন। সেই কয়েল থেকে আগুন ধরে গেলে ছাগল বাঁচাতে ভেতরে ঢোকেন তিনি।কিন্তু বের হওয়ার সময় পুড়ে যাওয়া ঘরের চালা রূপিয়ার উপর ভেঙ্গে পড়ে। এতে ছাগলসহ দগ্ধ হয়ে ঘটনাস্থলেই রূপিয়ার মৃত্যু হয় বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন