News71.com
 Bangladesh
 27 Feb 16, 01:26 AM
 1124           
 0
 27 Feb 16, 01:26 AM

গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত ।।

গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত ।।

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার গোদাগাড়ীর অভয় কামারপাড়া ও হরিশংকরপুরে এসব ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা ও গোদাগাড়ী উপজেলার শেখেরপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোহাম্মাদ মাসুদ (৩৫)।

এছাড়া নিহত মাসুদ রানার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের বিদ্যুতের ছেলে বিপুল চন্দ্র গুরুতর আহত হয়েছেন।

জানাগেছে , চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে মাসুদ ও বিপুল বাড়ি ফিরছিলেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর অভয় কামারপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। এছাড়া তার বন্ধু বিপুল চন্দ্র গুরুতর আহত হন।

অপরদিকে , গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে হরিশংকরপুরে শ্যালোচালিত ভটভটি উল্টে চালক মোহাম্মদ মাসুদ (৩৫) আহত হন। গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন