বাগেরহাট সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এবার গর্ভধারিনী মায়ের বিরূদ্ধে লড়ছে ছেলে। ঘটনাটি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের ।এখানেই আগামি ২২ মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মা-ছেলে। তবে ভোটাররা বলছেন, এখানে মূল লড়াইটা কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সঙ্গে তারই পুত্র মেহেদী হাসান বাবুর।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাঢ়ীপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দু’জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের স্ত্রী ও বর্তমান ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে মেহেদী হাসান বাবু।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, যাচাই-বাছাই শেষে দু’টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রাঢ়ীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় দুই মার্চের মধ্যে ওই দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে ৩ মার্চ তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।