News71.com
 Bangladesh
 27 Feb 16, 01:40 AM
 1081           
 0
 27 Feb 16, 01:40 AM

রাজধানিতে অত্যাধুনিক নাইন এমএম পিস্তল সহ সন্ত্রাসী আটক ।।

রাজধানিতে অত্যাধুনিক নাইন এমএম পিস্তল সহ সন্ত্রাসী আটক ।।

 

নিঁউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন মানিক ওরফে তাতাল মমানিক মোহাম্মদপুর থানা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে একটি বিদেশি নাইন-এম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টায় মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার গ্লাস কারখানা সংলগ্ন বুলুর গ্যারেজের সামনে থেকে মানিককে আটক করা হয়। সন্ত্রাসী মানিকের নামে রাজধানীর বেশ ককেয়কটি থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে জানাগেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন