নিউজ ডেস্ক : অভিনব কায়দায় রাইস কুকারে ইয়াবা পাচারের সময় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে খুলনা মেট্রপলিটন পুলিশ। আজ শনিবার দুপুর ১টায় নগরীর পিকচার প্যালেস মোড় সংলগ্ন এসএ পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো এসএ পরিবহন (কুরিয়ার সার্ভিস) খুলনা অফিস থেকে রিসিভ করেছিল।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী শাম্মি রহমান (২৫) ও খুলনা মহানগরীর লবণচরা মোহাম্মাদিয়াপাড়া এলাকার শেখ মোস্তফার ছেলে সাইফুল ইসলাম (৩২)।
স্বামী-স্ত্রী দুজনই ইয়াবা ব্যবসায়ী। চট্টগ্রাম থেকে স্বামী অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসে রাইস কুকারের কার্টনে ইয়াবা পাঠিয়ে স্ত্রীকে দিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে দেয়। এদের সহযোগিদেরও গ্রেফতার করা হবে।