নিউজ ডেস্ক: অল্পের জন্য বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে বিশ্ব ইজতেমা স্থল। জঙ্গীদের পরিকল্পনা সঠিক থাকলে আখেরি মোনাজাতের সময় হতে পারত অনেক বড় বিপর্যয়। পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্হার সক্রিয় সতর্ক ভুমিকার কারনে পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়েছে জঙ্গীরা। সরকারের বিভিন্ন সংস্হার সদাসতর্ক তৎপরতায় বিস্ফোরণের পুর্বেই টঙ্গীর বিশ্ব ইজতেমা স্থলের নিকট দুরত্ব গাজীপুর শহরের কুনিয়া এলাকার একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি । গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে উদ্ধারকৃত বোমা গুলো সময় বা দূর নিয়ন্ত্রিত বলে তারা ধারনা করছেন। বর্তমানে তদন্ত চলছে । বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।