নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে বেশ কিছু বই ও লিফলেটও জব্দ করা হয়। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মিরপুর মডেল থানার মধ্যপীরেরবাগের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। চতুর্থতলা ওই বাসার ছাদ থেকে ৬টি ককটেল ও ১৭টি পেট্রোল বোমাসহ উদ্ধার করা হয়। এ সময় বেশ কিছু বই ও লিফলেটও জব্দ করেছে পুলিশ।
বিস্ফোরক মামলার গ্রেফতার হওয়া রিমান্ডের আসামি শফিউদ্দিন ও আব্দুর রহিমের দেওয়া তথ্যানুসারে এ অভিযান চালানো হয় বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি।