জয়পুরহাট সংবাদদাতা : কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উপেন উঁরাও ওরফে রতন (২৪) নামে এক বখাটেকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর উদ্দিন আল ফারুক এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত উপেন পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের বিজয় উঁরাওয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়পুরহাট সরকারি কলেজের ডিগ্রি পড়ুয়া এক ছাত্রী পাঁচবিবি পৌর শহরের রেলগেট এলাকায় প্রাইভেট পড়তে যান। প্রায়শই উপেন তাকে উত্ত্যক্ত করত। গতকাল শনিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপেন আবারও তাকে উত্ত্যক্ত করেন। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে উপেনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উপেনকে আটক করে ইউএনও নূর উদ্দিন আল ফারুকের কাছে নিয়ে যান। ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।