নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার রেশ কাটতে না কাটতেই কুমিল্লায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে হত্যা হয়েছে ২ শিশু । এ ঘটনায় অভিযুক্ত সৎভাই সফিউল ইসলাম একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ছাত্র। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের ঢুলীপাড়া দক্ষিণ রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার বেলা ৩টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে তালা খুলে পুলিশ দেখতে পায় দুটি শিশুর মৃতদেহ বিছানার উপর পরে রয়েছে।
জানাগেছে , আবুল কালাম ও তার ২য় স্ত্রী রেখা বেগম তার দুই পরিবারের ৫ সন্তানের মধ্যে চার সন্তান জয়, মনি, তানজিলা ও ছোটনকে বাড়িতে রেখে জরুরি কাজে বাড়ি থেকে বের হয়। বেলা আনুমানিক আড়াইটার দিকে তার কন্যা তানজিলা বাবাকে ফোন করে জানায় বড় ভাই ছোটন তাকে মারধর করে জয় ও মনিকে আটকে রেখে ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।
মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনির শিক্ষক জানায়, জয় নার্সারি ও মনি স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্র।
এই হত্যাকান্ডের ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশীদের ধারনা এটি পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।