News71.com
 Bangladesh
 28 Feb 16, 09:41 AM
 1070           
 0
 28 Feb 16, 09:41 AM

আরো নতুন ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরো নতুন ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশে আরো ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে হবে । তিনি বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে এসব অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের মিরসরাইসহ দেশের বিভিন্ন এলাকার ১০টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যেসব অঞ্চলে যেসব পণ্য বেশি উৎপাদন হয়, সেগুলো প্রক্রিয়াজাত করা ও বিশ্ববাজারে সেগুলো বিক্রি করতে হয়। তবে বিশ্ববাজার ছাড়াও আমাদের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। এটি আমি ১৯৯৬ সালে উদ্যোগ নিয়েছিলাম, এবার সেটা সফল করতে পেরেছি। নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশ—এই চার দেশ মিলে বিবিআইএন অঞ্চল সৃষ্টি হয়েছে। এতে এ অঞ্চলের মানুষের জন্য ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড, যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমার, চায়না, ভারত ও বাংলাদেশ মিলে আরেকটি অর্থনৈতিক অঞ্চল উন্মুক্ত হয়েছে। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিল্প-বাণিজ্য বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, শিল্পবিপ্লব ঘটাতে হলে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রয়ক্ষমতা বাড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে দেশের ভেতরেও বড় বাজার সৃষ্টি হবে। সে ক্ষেত্রে শুধু রপ্তানি আয়ের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন