নিউজ ডেস্ক : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে বনগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) আব্দুস সামাদ প্রধান এ ঘোষণা দেন। এসকেএস ফাউন্ডেশন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাউয়ুম হুদা।
সাদুল্যাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতারের সঞ্চালনায় সুধী সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার বানু লাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, সাদুল্যাপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালে ফজলে এলাহী প্রমুখ।
পরে বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত রাখতে উপস্থিত স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারী-পুরুষকে শপথ বাক্য পাঠ করান।